Notice :
Wellcome to our website...

উলিপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন || কুড়িগ্রামনিউজ২৪.কম 190 Time View
Update : Sunday, January 29, 2023

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, ড. সানজিদা মুস্তাফী, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ। সেমিনারে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাসাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

 


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।