মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

উলিপুরে কাল হতে শুরু সপ্তাহব্যাপী উলিপুর লোকজ উৎসব

Reporter Name / ৩১২ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

‘শিকড়ের সন্ধানে উৎসবে মাতি’ স্লোগানকে ধারণ করে আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি ২০২৩ এ উলিপুর শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে ‘উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদ’ এর আয়োজনে সাতদিনব্যাপী ‘উলিপুর লোকজ উৎসব‘ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ জানুয়ারি লোকজ উৎসব উদ্বোধন করবেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানা অফিসার ইনর্চাজ শেখ আশরাফুজ্জামান। সভাপতিত্ব করবেন উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে।
প্রথম দিনের আয়োজনে সকাল ১১ টায় শুভসূচনা, ১১ টা ৩০মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকেল ৩-৫ টায় লাঠিখেলা, সন্ধ্যা ৬ টায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান, রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সপ্তাহব্যাপী উলিপুর লোকজ উৎসব অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, জারীগান, যাত্রাপালা, নাটক, লোকনৃত্য প্রতিযোগীতা, লোকসংগীত প্রতিযোগীতা, যাদু প্রদর্শণী, পদ্মপুরাণ, কুশানগানসহ নানান অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে পুরস্কার বিতরণী, গীতি নকশা, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক, মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর শাখা, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর, মোহাম্মদ হারুন অর রশিদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর শাখা, অধ্যক্ষ আহসান হাবিব রানা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম শাখা, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। সভাপতিত্ব করবেন উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে।
উল্লেখ, ‘উলিপুর লোকজ উৎসব‘ প্রাঙ্গনে বিভিন্ন প্রকারের স্টল থাকবে এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।