Notice :
Wellcome to our website...

উলিপুরে গুনাইগাছ ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

উলিপুর (কুড়িগ্রাম) থেকেঃ 444 Time View
Update : Tuesday, November 23, 2021

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং গুনাইগাছ ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য রাখেন, জুম্মাহাট দারুল উলুম ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক সেকেন্দার আলী, জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল ইদ্রিস আমিন, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার গোলাম মওলা, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম, আমিনুর রহমান, মাইদুল ইসলাম, পারুল রায়, মনিরা পারভীন, জীবন চন্দ্র, নূরজাহান বেগম চম্পা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এসময় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে গুনাইগাছ ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।