Notice :
Wellcome to our website...

উলিপুরে টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 455 Time View
Update : Wednesday, December 29, 2021

কুড়িগ্রামের উলিপুরে ২৯ ডিসেম্বর (বুধবার) দুপুরে ধামশ্রেনি ইউনিয়নের ভোট কেন্দ্রের কয়েকটি টয়লেট থেকে ছিলকৃত ও সাদা ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা। এ বিষয়টিকে কেন্দ্র করে ধামশ্রনি ইউনিয়নের গণমানুষ ও প্রার্থীরা ভোট বর্জনের উদ্দেশে মিছিলসহ একটি মানববদ্ধন করে উপজেলা কার্যালয় চত্বরের সামনে উপস্খিত হয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেয়।
গত ২৬ ডিসেম্বর বেশ কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হলেও দুর্গাপুর, তববকপুর, বুড়াবুড়ি, সাহেবের আলগা ইউনিয়নের ফলাফল ঘোষনা দেয়া সম্ভব হয়নি। এই উপজেলার মানুষের মুখে মুখে শোনা যায় ভোট সুষ্ঠ হয় নি। কোথাও কোথাও ব্যালট পেপার ছিনতাইও হয়েছে।
এরই মধ্যে দু’দিন পর (২৯ ডিসেম্বর) ধামশ্রেনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভদ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নং ওয়ার্ডের দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে বেশ কিছু ছিলকৃত ও সাদা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়লে প্রার্থীরা সমবেত হতে থাকে। চেয়ারম্যান প্রার্থী কবির সরকার সাড়ুন, রাকিবুল সরদার, সিরাজুল ইসলাম সরদার, আলহাজ্ব মফিজল ইসলাম জানান, আমরা এমন ভোট মানিনা এই ভোটে কারচুপি হয়েছে।
উপেজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, একটি লিখিত অভিযোগ এবং বিষয়টি উর্ধতন কর্মকর্তাগণকে অবগত করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান, কিছু এলাকায় ব্যালট ছিনতাই হওয়ার কারনে ভোট বর্জন করা হয়েছে, ছিনতাইকারিরা এই ব্যালট পেপারগুলো এভাবে ফেলে রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।