Notice :
Wellcome to our website...

উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির ঢেউ টিন বিতরণ

Reporter Name 561 Time View
Update : Wednesday, December 29, 2021

এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে, আমাদের একতা দেশের কল্যাণে এই স্লোগানে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ মতিউল্লাহ পাড়ায় ২৯ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১ টায় সংগঠনের সভাপতি আতাউর রহমান, রফিকুল ইসলাম কে ২ বান, আবু জাফর কে ১ বান ও ইয়াকুব আলী কে ১ বান ঢেউ টিন ঘর নির্মাণের জন্য বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজাউল করিম রেজা, সদস্য শেখ রেজাউল করিম, অবসরপ্রাপ্ত মিলিটারি মাহমুদ হাসান, কালীপদ, আবু রায়হান বাবু প্রমুখ। সংগঠনটির সভাপতি আতাউর রহমান বলেন গত দু’মাস আগে মতিউল্লাহ পাড়ার রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে গরু সহ গোয়াল ঘর পুড়ে যায় এতে তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই পাড়ার আরও দুই হতদরিদ্র ব্যক্তি  আবু জাফর ও ইয়াকুব আলী ঘর নির্মানের জন্য ঢেউ টিন চেয়ে আমাদের নিকট আবেদন করেন। মানবিক দৃষ্টিতে আমরা তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি তাদেরকে ঘর নির্মাণের জন্য ৩ জনকে মোট চার বান ঢেউ টিন প্রদান করলাম।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।