Notice :
Wellcome to our website...

উলিপুরে তিস্তা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 273 Time View
Update : Friday, September 2, 2022

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী বেষ্টিত বজরা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরিদর্শন শেষে অসহায়  ১’শ ২৫ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম বজরা ভাঙন কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়। নদী ভাঙনে ভিটেমাটি হারা ২৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ১’শ পরিবারকে শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি মশুর ডাল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ধনিয়া মরিচ ও হলুদের গুড়া বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, স্থানীয় ইউপি সদস্য এনামুল হক প্রমুখ।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।