বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ইউনুস আলী ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪৯২ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুর রহমান(৩৮)কে আটক করেছে পুলিশ।আটককৃত সাইদুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম চর সন্তোষ অভিরাম গ্রামের জরিপ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তার দূর্গম চরাঞ্চল সন্তোষ অভিরাম(সুন্দরগঞ্জ,গাইবান্ধা সীমান্ত সংলগ্ন) এলাকায় উলিপুর থানার এসআই মামুনুর রশীদ,এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কার্টুনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাইদুর রহমানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী সাইদুর রহমানের বাড়িটি মাদক ব্যবসার মজুদ খানা হিসেবে ব্যবহার করে আটক এবং পলাতক আসামীরা একে অপরের সহায়তায় বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করছিলো। এ ব্যাপারে বৃহস্পতিবার(১২ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।