Notice :
Wellcome to our website...

উলিপুরে দৈনিক সময়ের আলো পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 481 Time View
Update : Wednesday, March 2, 2022

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রকাশের ৩ বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ করলো বহুল প্রচারিত এই পত্রিকা। বুধবার সন্ধায় প্রেসক্লাবে দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম সাহেব আলী মন্ডল এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মিজানুর রহমান লিটন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নুরবক্ত আলী, চ্যানেল ৬৯ প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি, রুপেন্দ্র মূখার্জি, সরকার, চারিদিকে প্রতিদিন প্রতিনিধি ফজলুল ও বিপুল সরকার সহ আরো অনেকেই। জাতিকে, আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের ২রা মার্চ আত্মপ্রকাশ করে জাতীয় দৈনিক সময়ের আলো। গণতান্ত্রিক মূল্যবোধ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে, দৈনিক সময়ের আলো পাঠকের আস্থা ও ভালবাসায় স্নিগ্ধ হয়ে হৃদয়ে স্থান করে নিয়েছে। ফলে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি সংকটের মধ্যেও ধকল কাটিয়ে নির্বিঘ্নে তার পথচলা। এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অঙ্গীকার বদ্ধ আমিন মোহাম্মদ মিডিয়া গ্রুপের এই পত্রিকা’টি।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।