বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

উলিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫১৭ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার – সকল শিশুর সমান অধিকার’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে দিনটি বিশেষ মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ এবং সাতদিনব্যাপী সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হোসেন মন্ডলের সঞ্চালনায় দিবসটির কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্য বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরেন এবং সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিশেষ মর্যাদায় দিনটি উদযাপন করেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।