Notice :
Wellcome to our website...

উলিপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name 253 Time View
Update : Saturday, September 10, 2022

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ভবনে জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোড সেডিং, খুন-গুম, গ্রেফতার, গুলি নেতা-কর্মীদের হত্যা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা, উপজেলা পর্যায়ের সকল শাখা অংগ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা এ বিক্ষোভে সমাবেশ অংশগ্রহন করেন। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি তাসভীরর উল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সোলায়মান সরকার। মহিলা বিএনপি’র পক্ষে বক্তব্য রাখেন, তাহমিনা বেগম রুবি। এছড়াও বক্তব্য রাখেন, চিলামারী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সাধারন সম্পাদক আবু হানিফা, নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুলসহ প্রমুখ।
অপরদিকে দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিনের নেতৃত্বে উলিপুর বিএনপি’র বিক্ষোভ – সমাবেশের বিরুদ্ধে  বিজয় মঞ্চে বিক্ষোভ – সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক এমএ মতিন, আলহাজ্ব মামুন সরকার মিঠু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর আওয়ামীগের সদস্য সালমান হাসান ডেভিড।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।