Notice :
Wellcome to our website...

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় ধরেছে জেলে

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 390 Time View
Update : Thursday, February 24, 2022

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে একটি বাঘাইড় মাছ ধরেছে ওই এলাকার জেলে। মাছটির ওজন ১৬ কেজি।এত বেশি ওজনের বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় এলাকায় জেলেদের আনন্দের যেন সীমা নেই। মাছটি গত বুধবার ভোররাতে জালে ধরা পড়ে।
উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়াা গ্রামের জেলে আছর উদ্দিন,মাছটি শিকার করেন।
আজ বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে ভ্যানযোগে সকাল ৯ টায় বিক্রি করার জন্য নিয়ে আসেন মাঝি।
মাঝি আছর উদ্দিন বলেন,বাঘাইড়টি ওজন ১৬ কেজি ২০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই এ ধরনের বড় জাতের বাঘাইড় মাছ ধরা পড়ে।ওই মাছটি ১হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকা বিক্রি করা হবে।পরে আড়ৎ থেকে মাছ ব্যবসায়ী বাবু কৃষ্ণু চন্দ্র ১ হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,বাঘাইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির বাঘাইড় না ধরে বড় আকৃতির বাঘাইড় শিকারে কোনও বিধি নিষেধ নেই।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।