Notice :
Wellcome to our website...

উলিপুরে ভূমিহীনদের ভূমির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 416 Time View
Update : Sunday, January 9, 2022

ভূমিহীনরা জোট বাঁধো-খাস জমি দখল করোথ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ভূমিহীনদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে হাতিয়া ইউনিয়ন ভূমিহীন সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির আয়োজনে ভূমিহীনদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মসজিদুল হুদা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড দেলওয়ার হোসেন, উপজেলা বাসদের সমন্বয়ক সাঈদ আকতার আমীন, সিপিবি কুড়িগ্রাম জেলা শাখার নূর মোহাম্মদ আনছার, ভূমিহীন নেতা পোদ্দার হোসেন, সাবেক ইউপি সদস্য ফজলুল হক, হাতিয়া গণহত্যা পরিবারের সদস্য আছমা বেগম প্রমুখ। এরপর শতাধিক ভূমিহীন পরিবার সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্কতাকে স্মারকলিপি প্রদান করেন।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।