Notice :
Wellcome to our website...

উলিপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 383 Time View
Update : Monday, August 15, 2022

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেস ক্লাব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এসময় কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার,উলিপুর থানা ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিকে দুপুরে উপজেলা প্রেসক্লাবে কাঙ্গালী ভোজের আয়োজন করে। এতে খাবার বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।