কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক আজম আলী’র (৪৯) জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকালে তাঁর নিজ বাস ভবনে কয়ের হাজার মানুষের উপস্থিতিতে এ জানাযা নামাজ সম্পন্ন হয়।
শিক্ষক আজম আলী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখায় টেকনিক্যাল শপ এ্যাসিটেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি হাতিয়া ইউনিয়নের হাজীর বাজার এলাকার মৃত: আবুল কাশেম মিস্ত্রির ছেলে। মৃত্যুকালে এক স্ত্রীসহ দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রসঙ্গত,শুক্রবার (৪ আগষ্ট)বেলা সাড়ে ১২টার দিকে আজম আলী তাঁর নিজ বসতঘরে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।