Notice :
Wellcome to our website...

উলিপুরে আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৭ তম মৃত্যূ বার্ষিকী পালিত

Reporter Name 417 Time View
Update : Monday, June 27, 2022

কুড়িগ্রামের উলিপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আলোচনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ জুন)  বিকেলে উপজেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের দর্পন পত্রিকার প্রতিনিধি, মিজানুর রহমান লিটন, মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি নুরবক্ত আলী, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি এম সাহেব আলী মন্ডল, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শফিকুল আলম চাঁদ, নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মৃথেন রায়, খবর বাংলাদেশ প্রতিনিধি আতিকুর রহমান ও অসিত সরকার চপল প্রমুখ।

উল্লেখ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুড়িগ্রাম মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ বাচ্চা মিয়া। তিনি  ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারী থানার দৈ খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়। তিনি ১৯৭৪ সালে আওয়ামীলীগ উলিপুর থানা শাখার সভাপতি, ১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হন। তিনি মুজিব নগর সরকারের কাষ্টমস অফিসার ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে খুবই ভালোবাসতেন এবং উত্তরবঙ্গের রাজনৈতিক কর্মসূচিতে সফরসঙ্গী করতেন। এছাড়াও তার ঘনিষ্ট রাজনৈতিক বন্ধু ছিলেন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, মরহুম আব্দুর রাজ্জাক প্রমুখ। তিনি ১৯৯৫ সালের ২৭ জুন তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

 


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।