Notice :
Wellcome to our website...

উলিপুরে ১১বছর পর আওয়ামী লীগের সম্মেলন

এম সাহেব আলী মন্ডল।। কুড়িগ্রামনিউজ২৪.কম 358 Time View
Update : Saturday, October 22, 2022

কুড়িগ্রামের উলিপুরে ১১ বছর পর (২৩ অক্টোবর) রোববার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও এডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগ সদস্য ও কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের সাংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন প্রমুখ।
দুপুর ২ টায় উদ্বোধনী বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু।
সভাপতি পদে কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলি, ও আব্দুল মজিদ হাড়ি, সাবেক আহবায়ক আহসান হাবিব রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগ সদস্য সাজেদুর রহমান সাজু, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটন ও রন্জন মজুমদার ভোলা’র নাম শোনা যাচ্ছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।