মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম সাহেব আলী মন্ডল।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪১২ Time View
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

দীর্ঘ এগার বছর পর কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আহসান হাবিব রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
রোববার (২৩অক্টোবর ) বিকেলে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সম্মেলনে আলহাজ্ব কবীর উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।
এ সময় সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী । এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক এমএ মতিন এমপি প্রমুখ।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।