Notice :
Wellcome to our website...

ওমিক্রন আক্রান্তদের ৬ লক্ষণ জানাল স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 576 Time View
Update : Sunday, January 23, 2022

ওমিক্রনে আক্রান্তদের সাধারণত ৬ টি লক্ষণ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

ওমিক্রনের উপসর্গের সঙ্গে সিজনাল ফ্লুয়ের উপসর্গের মিল আছে উল্লেখ করে তিনি বলেন, ওমিক্রনের শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে। ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে। অবসন্ন-ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী । হাঁচি দিচ্ছেন ৭ শতাংশ রোগী। গলা ব্যথা হচ্ছে ৭ শতাংশ রোগীর। এছাড়া ৪০ শতাংশ রোগীর কাশি হচ্ছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, কমিউনিটি পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ ঘটছে। আমরা দেখছি, ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে ফেলছে।

মহামারীকে পরাস্ত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।