Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং খাদ্য সামগ্রি বিতরণ

Reporter Name 132 Time View
Update : Tuesday, June 20, 2023

কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার এবং খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলার থানাহাট ইউনিয়নের গাবের তল এলাকায় রোডেম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই সহায়তা দেয়া। দু’দফায় উপজেলার দরিদ্র-অসহায় ৫৭জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার এবং খাদ্য সামগ্রি চাল, ডাল, তেল,লবণ, বিস্কুট,সাবান, ব্রাশ-পেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, রোডেম ফাউন্ডেশনের – ন্যাশনাল ডিরেক্টর মি. ডোসেয়গ হং, প্রজেক্ট ডিরেক্টর মি.জুন মিনসু,বিজনেস ম্যানেজার মি. ডেভিড হালদার,প্রকল্প ম্যানেজার মি. বাবলু রিবেরু, চিলমারী প্রকল্প অফিসার আতাউর রহমান প্রমুখ।#

 


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।