Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৭ জুয়াড়ী গ্রেফতার

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 77 Time View
Update : Thursday, July 27, 2023

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামের অালম মিয়ার বসতবাড়ি থেকে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এতথ্য নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।

গ্রেফতাররা হলো, উপজেলার খেয়ারচর বাজার দক্ষিণ পাড়া গ্রামের ইমাম হোসেন (৪২), খেয়ারচর এলাকার হাবিবুর রহমান (৩০), জয়নাল আবেদীন (৫৩), বিক্রিবিল দক্ষিণ পাড়া এলাকার ফুল মিয়া (৩৫), নুরনবী (৪০), খেওয়ারচর বাজার এলাকার মুকুল মিয়া (৩০) ও খেওয়ারচর দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়া (৫০)।

পুলিশ জানায়, বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামে বিশেষ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় ওই এলাকার অালম মিয়ার বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। জুয়ার স্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ৭ জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া অাইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।