Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে বাস তল্লাশি করে অবৈধ কারেন্টজাল সহ গ্রেফতার-১

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 80 Time View
Update : Thursday, June 22, 2023

ড়িগ্রামে ডিবিরএকটি টিম বৃহস্পতিব  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে কুড়িগ্রাম আসার পথে অপরূপা বাস তল্লাশি করে ৫টি বস্তায় মোট ২৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ কুড়িগ্রাম সদর থানার যাত্রাপুর নয়ানীপাড়ার মোঃ মুকুল মিয়াকে গ্রেফতার করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল হাসান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা উপস্থিতিতে মোবাইল টিম গঠন করে অভিযুক্ত মুকুল মিয়া দোষ স্বীকার করলে তাকে সৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিলো যে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামে অবৈধ কারেন্ট জাল আসছে। এরই ধারাবাহিকতায়  পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে  সাজা প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।