বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

কুড়িগ্রামে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫৩৭ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারা নির্মাণাধীন ব্রিজের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল বেলা ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাচলার সময় হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় পথচারীরা। পরে ট্রিপল নাইনসহ নাগেশ্বরী থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেটির পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার মফিজের মোড় এলাকার কাজম আলী নামের স্থানীয় এক দোকানদার জানায়, অজ্ঞাত ওই ব্যাক্তি তার দোকান থেকে গতকাল সন্ধ্যার দিকে ১০ টাকা দামের একটি পাউরুটি কিনে খায়। পরে কোথায় গেছে জানেন না তিনি। সকালবেলা মানুষের ছোটাছুটি ও ভিড় দেখে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই ব্যাক্তির মরদেহ পরে আছে। তবে তাকে চেনেন না তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখেন অপরিচিত এক ব্যাক্তির মরহে পরে আছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, মৃতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।