Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে গর্ত হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 315 Time View
Update : Friday, May 20, 2022

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট রেলওয়ে সড়কের উত্তরে স্থানীয় তারিফুল ইসলামের নির্মাধীন বিল্ডিংয়ের পাশে থাকা একটি পানিভর্তি গর্ত থেকে আব্দুল কুদ্দুস আলী (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুস উপজেলার সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসীর দাবী কুদ্দুস আলী মানসিক প্রতিবন্ধী ও গাঁজা সেবি ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস আলী ৩/৪ দিন আগে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। শুক্রবার (২০ মে) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে স্বজনরা এসে লাশ সনাক্ত করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।