মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জনপ্রিয় নেত্রী অধ্যক্ষ নাসিমা বানু’র ৭তম মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name / ৪৪৫ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার জনপ্রিয় নেত্রী নারী ও কারিগরি শিক্ষার অগ্রদূত প্রয়াত অধ্যক্ষ নাসিমা বানু’র ৭তম মৃত্যু বার্ষিকী পালন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। সোমবার দুপুরে এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের উদ্যোগে কলেজ হলরুমে মৃত্যু বার্ষিকী পালন হয়। এসময় কোরআন খতম,আলোচনা সভা,মিলাদ-মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়।
প্রয়াত নাসিমা বানুর স্বামী কুড়িগ্রাম-৩আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য সৌমেন্দ্র নাথ পান্ডে গবা,তার সহকর্মীগণ এবং শিক্ষার্থীসহ,স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন,মহিলা সংস্থার চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ নাসিমা বানু ২০১৫ সালের ৮মার্চ একটি রাজনৈতিক অনুষ্ঠানে যাবার পথে উলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি দীর্ঘ ৭০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ মে মৃত্যু বরণ করেন।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।