Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু 

নয়ন দাস ।। কুড়িগ্রাম 359 Time View
Update : Thursday, March 10, 2022

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
তাইজুল ইসলাম ওই গ্রামের মাহবুবুর রহমানের পুত্র।তিনি এক সন্তানের বাবা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্র জানায়,আজ দুপুরে বিদ্যুৎচালিত মোটর দিয়ে নিজের মোটরসাইকেল পরিষ্কার করছিলেন।পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তারগুলো গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানায়,তাইজুল ইসলাম যাত্রাপুর বাজারে ধান-চাউলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানায়,এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।