Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা সহ আটক ১

নয়ন দাস।। কুড়িগ্রামনিউজ২৪।। 287 Time View
Update : Tuesday, August 30, 2022

কুড়িগ্রাম থেকে মুন্সিগঞ্জ গামী একটি নৈশকোচ বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ বাসটির সুপারভাইজাকে আটক করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ।
আটককৃতরা হলো-কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়েয়ারপাড় মুন্সিপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র মোঃ মামুন মিয়া।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জগামী কর্ণফুলী স্পেশাল নামক বাসটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসলে বাসটি শহরের ত্রিমোহনীতে থামায় কুড়িগ্রাম ডিবি পুলিশ।
এরপর অভিযান চালিয়ে বাসটির লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাসটির রেজিঃ নম্বর নং- ঢাকা মেট্রো-ব -১৫-৮৬৭৯।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।