শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

চিলমারীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম: / ৩৪২ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রামের চিলমারীতে ২ নভেম্বর আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আনারস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা মোড়স্থ আলাউদ্দিন কমপ্লেক্সে তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান সাবিক এন্টারপ্রাইজে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ এনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। বক্তব্যে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের উপর আমার আস্থা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জনগণের রায়ে নির্বাচিত হবো ইনশাল্লাহ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।