Notice :
Wellcome to our website...

চিলমারীতে ইট ভাটায় অভিযান চালিয়ে ২লাখ টাকা জরিমানা

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 186 Time View
Update : Monday, January 30, 2023

কুড়িগ্রামর চিলমারীত পরিবেশ ছাড়পত্র এবং ইট পােড়ানার লাইসন্স না থাকায় এস এন ব্রিকস নামে এক ইট ভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করন উপজলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিষ্ট্রট মাে.মাহবুবুর রহমান।
জানা গেছে পরিবেশ অধিদপ্তরর সহায়তায় রাববার সন্ধায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ বিভিন্ন  ইট ভাটায় অভিযান চালান উপজলা কমকতা (ইউএনও)মাে.মাহবুবুর রহমান। অভিযান উপজলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া এলাকায় অবস্তিতএসএন ব্রিক্স এর পরিবেশ ছাড়পত্র ও ইট পােড়ানার লাইসন্স না থাকায় ভাটাটির স্বত্বাধিকারী শাহাজাহান আলীর ২লাখ টাকা জরিমানা করেন এবং তৈরীকৃত কিছু কাচা ইট পানি মেরে নষ্ট করে ফেলেন।
এসময় উপস্তিত ছিলেন পরিবেশ অধিদপ্তরে কুড়িগ্রাম এর সহকারী পরিচালক রেজাউল করিম ও চিলমারী মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।