বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

চিলমারীতে তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৩৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে ভোজ্যতেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার বিভাগের সহকারী পরিচালক মো.মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা করেন। উপজেলার থানাহাট বাজারস্থ সোহেল এন্ড ব্রাদার্স এর গোডাউনে অভিযান চালিয়ে ৬১২লিটার সোয়াবিন তেল মজুদ পাওয়ায় ওই ব্যবসায়ীর নিকট ১০হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় তিনি উপস্থিত থেকে মজুদকৃত ৫০০ এমএল পরিমাণের ১হাজার ২২৪ বোতল তেল প্রতি বোতল ৮৬টাকা দরে জনতার মাঝে বিক্রি করিয়ে নেন।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।