Notice :
Wellcome to our website...

চিলমারীতে নয়ারহাট ইউনিয়ন ভােটগ্রহণ কাল

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 293 Time View
Update : Tuesday, June 14, 2022

কুড়িগ্রামের চিলমারী উপজলার নয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাল বুধবার (১৫ জুন) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইকবাল হােসেন জানান,
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৯টি ভােট কেন্দ্রে ৯ হাজার ৭‘শ ৮৮জন ভােটার তাদের ভােটাধিকার প্রয়োগ করার করবেন। এই ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদ ৪জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে মোট ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৩০জন প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন।
এবিষয়ে চিলমারী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা( ওসি) মোঃ আতিকুর রহমান বলেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভােট গ্রহণের জন্য নিবাহী ম্যাজিট্রেট ৩ জন,পুলিশ ১৬৬ জন, এবং ৯ টি কেন্দ্র মোট ১৫৩ জন আনছার দায়িত্ব পালন করবেন। এদিকে ইতােমধ্যে মঙ্গলবার সকালে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানাে হয়েছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।