Notice :
Wellcome to our website...

চিলমারীতে বন্দর কর্তৃপক্ষের সাথে পণ্য আমদানী ও রপ্তানীকারীদের মতবিনিময় সভা

Reporter Name 238 Time View
Update : Saturday, September 17, 2022

কুড়িগ্রামের চিলমারী উপজেল্রা নদী বন্দর থেকে নৌ-পথে পণ্য আমদানী ও
রপ্তানী বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা
করেছেন বিভিন্ন এলাকার আমদানী ও রপ্তানীকারী প্রতিষ্ঠানের মালিকগণ।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলো কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিআইডব্লিউটিএ’র সদস্য
প্রশাসন(যুগ্ম সচিব) মো. দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী(ড্রেজিং) রফিকুল
ইসলাম তালুকদার,পরিচালক(নৌ-স ও প) মো. শাহাজান আলী,পরিচালক(নৌ-নিট্রা)
মো. রফিকুল ইসলাম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী(ড্রেজিং) মো.সাইদুর রহমান,
অতিরিক্ত পরিচালক মিস সর্মিলা খানম,বন্দর কর্মকর্তা মো.আসাদুজ্জামান
ইমন,বাংলাদেশ মার্চেন্ট নেভির ক্যাপ্টেন মহসিন, হুমায়ুন ফারুক,সিদ্দিক
মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো.ফেরদৌস আলম মুকুল,মো.শাহিন
মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় নৌ-পথে বিভিন্ন পণ্য আমদানী ও রপ্তানীর সময়ে
সৃষ্ট সমস্যাবলী উপস্থাপন করা হলে বন্দর কর্তৃপক্ষ তা আমলে নিয়ে সমাধানের
আশ্বাস দেন। ফলে চিলমারী বন্দর দিয়ে ভারতের সাথে আমদানী-রপ্তানীতে
নবদিগন্তের সৃষ্টি হবে বলে সচেতন মহলের ধারনা।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।