Notice :
Wellcome to our website...

চিলমারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 463 Time View
Update : Tuesday, January 4, 2022

চিলমারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকল শহীদ স্মরনে এক মিনিট নিরবতা পালন, বর্ণাঢ্য র‌্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, সাধারণ সম্পাদক (ভার) মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাজেদুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মোস্তা, মোঃ বদিউজ্জামান বদরুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। 


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।