Notice :
Wellcome to our website...

চিলমারীতে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name 339 Time View
Update : Sunday, March 20, 2022

কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দারের আর্থিক সহায়তায় কুড়িগ্রামের চিলমারী’র মাস্টার পাড়া এলাকায় নবনির্মিত মাস্টার পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী।
মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের ( ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদকও জেলা পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম লিচু,রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, কাষ্টস্ম’র রাজস্ব কর্মকর্তা সাজেদুল করিম, কসমো গ্রুপের এমডি নাইম হায়দার, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু প্রমূখ। উদ্বোধন শেষে মসজিদের উন্নয়ন কাজে দাতা ও অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।