মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

চিলমারীতে শওকত আলী সরকার বীরবিক্রম স্মরণ শােক সভা ও দােয়া মাহফিল

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

চিলমারী উপজেলা পরিষদের ৫বারের নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযােদ্ধা মরহুম শওকত আলী সরকার বীরবিক্রম স্মরণে শােক সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যােগে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত শােক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্তী  মাে.জাকির হােসন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও  মাে.মাহবুবুর রহমানের সভাপতিত্বে শােক সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের  চিলমারী উপজলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মো.জাকির হােসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা  মো.রাশিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা  কুমার প্রণয় বিষান দাস,চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান,মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুর রহিম, থানাহাট ইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক মিলন,রমনা মডেল ইউপি চেয়ারম্যান গােলাম আশক আকা,থানাহাট বণিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক শাহাজাহান আলী,মরহুমের স্ত্রী খালেদা শওকত,ছেলে সাইফুল্লাহ শওকত জীবন প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দােয়া করা হয়।
উল্লেখ্য, শওকত আলী সরকার বীরবিক্রম ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গত ২২আগষ্ট ভাের ৫টায় ইন্তেকাল করেন। তিনি ৫ম বারের মতাে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।