বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

চিলমারীতে সাপ্তাহিক যুগের খবরের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কৃতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কৃতি সংবর্ধণা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় এবং চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোঃ শামসুল আজম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম লিচু, জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল হক, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ আরমিন নাহার প্রমুখ উপস্থিত। এতে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিঃ চিলমারী শাখার ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন, রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ, সাংবাদিক মোঃ গোলাম মাহবুব, সাওরাত হোসেন সোহেল, সিডিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, কবি ও সাংবাদিক হাসান-উজ-জামান পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় চিলমারী কৃতি সন্তান হিসেবে জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোঃ শামসুল আজম, জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল হক ও মোছাঃ আরমিন নাহার, সোনালী ব্যাংক লিঃ চিলমারী শাখার ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।