Notice :
Wellcome to our website...

বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

Reporter Name 306 Time View
Update : Thursday, October 27, 2022

কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোশরেফুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মোঃ লাবিবুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর সংগ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আহসান কবীর বুলু প্রমুখ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।