Notice :
Wellcome to our website...

রৌমারীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নয়ন দাস।। কুড়িগ্রামনিউজ২৪ 372 Time View
Update : Thursday, February 17, 2022

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশি অভিযানে মোমেদুল ইসলাম (৪৩) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোমেদুল ইসলাম (৪৩) উপজেলার চরশৌলমারী ইউনিয়নে পাখিউড়া মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ জানান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় আসামীর বিরুদ্ধে ২০০৭ সালে ১১ নভেম্বরে দন্ডবিধি ৪১৯/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৯।
সেই থেকে আসামী মোমেদুল ইসলাম পলাতক ছিলেন। ২০১৬ সালের ২ ফ্রেরুয়ারী আসামীকে ৩ বছরের সাজা ঘোষণা করেন আদালত। বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।