বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে কুড়িগ্রামে মামলার আবেদন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫৭৮ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি’র বিরুদ্ধে কুড়িগ্রামে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বাদি হয়ে সদর আমলী আদালতে এই মামলার আবেদন করেন। আবেদনে ডা. মুরাদ ছাড়াও মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
বাদির আইনজীবী তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট তারিকুর রহমান জানান, কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মিজানুর রহমান বাদীর আবেদন গ্রহণ করেছেন। পরবর্তীর্তে আদেশ দেওয়া হবে জানিয়েছে আদালত।
মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময় গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাতকার প্রদান করেন যা পরবর্তীতে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন। প্রচারিত ওই সাক্ষাতকারে ডা. মুরাদ উদ্দেশ্যমূলক ভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী এবং যেকোনও নারীর জন্য মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এ ধরণের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিদ্বয় দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা, বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে ১৮৬০ সনের পেনাল কোডের ১৫৩-ক/ ৫০৫-ক/৫০৯ ধারায় অপরাধ করেছেন।
বাদীর আইনজীবী তারিকুর রহমান বলেন, ‘ মামলার আবেদন গৃহীত হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ এবং স্বাক্ষ্য প্রমাণ গ্রহণের আবেদন করা হয়েছে। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।’


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।