Notice :
Wellcome to our website...

হঠাৎ শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 478 Time View
Update : Friday, November 26, 2021

দিনাজপুরে হঠাৎ করেই শীত চলে এসেছে। ঘন কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে । সকালের দিকে ঘন কুয়াশার মাত্রা এত বেশি থাকে যেন একটু দূরেই কিছু দেখা যায় না ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে থেকে কমতে কমতে সকাল নয়টা পর্যন্ত ১৫ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ বলে জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

মোটা কাপড় পরিধান করে মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে রেব হচ্ছে। শহরের বেশিভাগ সড়কে ছোট যান চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। তবে সাড়ে ৯টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

এদিকে বাতাসের মাত্রা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ঠান্ডা অনুভূত বেশি । তবে ঘাসের উপর শিশির বিন্দু কনা  অপুরুপ সৌন্দর্য শোভা ছড়াচ্ছে ।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। উত্তরের জেলাগুলোয় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে আর ঠান্ডার মাত্রা বাড়তে থাকবে ।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।