Notice :
Wellcome to our website...

৫ম ধাপে ইউপি নির্বাচন তফসিল হতে পারে শনিবার

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 508 Time View
Update : Saturday, November 27, 2021

শনিবার (২৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২২ নভেম্বর ৯০-তম কমিশন বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন। তাই শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সভাটি মুলতবি করে ইসি।
প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের পর পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
বৈঠকে কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।