Notice :
Wellcome to our website...

৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার

জাহিদ হাসান ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 147 Time View
Update : Thursday, January 26, 2023

কুড়িগ্রামের উলিপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে ৫ ছেলে সন্তান থাকার পরও ৭৫ বছর বয়সী বৃদ্ধ মা দেলজান বেওয়া পচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। পরে এসআই মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে।

বৃহস্পতিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, বৃদ্ধা মহিলাকে তার মেয়ের জিম্মায় দেয়া হয়েছে। ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেন। নিয়মিত ওই বৃদ্ধা মহিলার খোঁজখবর রাখা হবে।


এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।