বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ কুড়িগ্রামের উলিপুরে এক সড়ক দুর্ঘনায় মৃত শিশুকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু চিলমারীর ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার অনলাইনের জুয়া আসক্তি: আধুনিক যুগের এক নব্য ব্যাধি উলিপুরে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে

বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম: / ৯৯২ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

আজ বুধবার (১ ডিসেম্বর) বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী। বিগত ২০১৮ সালের ১ ডিসেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

বীর প্রতীক তারামন বিবি ছিলেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের প্রয়াত আব্দুস সোবহানের সাত ছেলেমেয়ের মধ্যে তৃতীয়। তিনি লেখাপড়ার কোন সুযোগ পাননি। অন্যের বাড়িতে কাজ করতেন। এ অবস্থায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজিবপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন ১৪ বছর বয়সী তারামন। রান্না করতে করতে অস্ত্র চালাতে শেখেন। তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন সম্মুখ সমরে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হলেও সে কথা তিনি দীর্ঘ ২৫ বছর জানতে পারেননি।

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমল কান্তি দে স্থানীয় মুক্তিযোদ্ধা সোলায়মান আলী এবং রাজিবপুর কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সবুর ফারুকীর সহায়তায় তাকে খুঁজে বের করেন। এরপর ১৯৯৫ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বীরপ্রতীক খেতাবের পদক তুলে দেওয়া হয়েছিল।

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্তদের মধ্যে মাত্র দু’জন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন তারামন বিবি।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।