ম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য কনটেন্ট। সেই সংলাপের মূল চরিত্র হেনাকে এবার সত্যিই খুঁজে পেলেন বাপ্পারাজ! দীর্ঘদিন পর টাঙ্গাইলে এক অনুষ্ঠানে দেখা হলো নায়ক বাপ্পারাজ ও নায়িকা শাবনাজের।
অভিনেতা নাইম তাঁর নিজ বাড়ি, টাঙ্গাইলের সাহেব বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে। অনুষ্ঠানের একপর্যায়ে মজার ছলে বাপ্পারাজ, নাইম ও শাবনাজ মিলে একটি কনটেন্ট তৈরি করেন।
ভিডিওতে দেখা যায়, নাইমের সঙ্গে শাবনাজকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাপ্পারাজ। কুশল বিনিময়ের পর তিনি মজা করে নাইমকে জিজ্ঞেস করেন, ‘নাইম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাইম বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ তখন বাপ্পারাজ হতাশার অভিনয় করে চিৎকার দিয়ে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না!’ পাশে থাকা অতিথিরা হাসতে হাসতে ‘প্রেমের সমাধি ছেড়ে...’ গানটি গাইতে থাকেন।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য থেকেই এই সংলাপ ভাইরাল হয়। সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ, আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। ছবিটি পরিচালনা করেন ইফতেখার জাহান, আর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লেখেন দেলোয়ার জাহান ঝন্টু।
সিনেমার এক পর্যায়ে, দীর্ঘদিন পর প্রেমিকা হেনার বাড়িতে ফিরে সাজানো পরিবেশ দেখে বকুল জিজ্ঞেস করেন, ‘চাচা, হেনা কোথায়?’ উত্তরে চাচা জানান, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ তখন বকুল আবেগে বলে ওঠেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না! আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না!’ আর সেই মুহূর্তেই বাজতে থাকে জনপ্রিয় গান, ‘প্রেমের সমাধি ভেঙে...’।
বহু বছর পর এই সংলাপ নতুন করে জনপ্রিয়তা পাওয়ায় মজার স্মৃতিচারণে মেতে ওঠেন সিনেমার তারকারা। ভক্তদের কাছেও এটি বেশ উপভোগ্য হয়ে ওঠে!