কুড়িগ্রামের উলিপুরে "বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা" স্লোগানকে ধারণ করে (২২ ফেব্রুয়ারি) শনিবার সকালে উলিপুর বিজয় মঞ্চ চত্বরে শুরু হলো ২৯ তম উলিপুর বইমেলা। উলিপুর ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে অনুষ্ঠিত এই মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী।
উদ্বোধনের পর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্বোধনী আলোচনা সভায় ফ্রেন্ডস ফেয়ার এর স্থায়ী সদস্য রেজওয়ানুল করিম লালন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট কবি ও কলাম লেখক সোহরাব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফেয়ার এর প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলী সেনা, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন, উপজেলা স্কাউটস কমিশনার রফিকুল ইসলাম আনছারী, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শামীম আকতার।
২২ ফেব্রুয়ারী শুরু হয়ে সাত দিনব্যাপী এই বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। মেলায় জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রকাশনীসহ প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করছে। মেলার প্রতিদিনের আয়োজনে থাকছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। এছাড়া, প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।