পবিত্র রমজান মাস শুধুমাত্র রোজা রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতা চর্চার এক অনন্য সুযোগ। এ মাসে অনেকেই সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঠিক এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাঈদুল ইসলাম।
তিনি রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন। তার ব্যাটারিচালিত অটোরিকশার সামনে-পেছনে ব্যানারে লেখা রয়েছে— "পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড়"।
সাঈদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গত দুই বছর ধরে রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।
সাঈদুল ইসলাম বলেন, "আমি টিভি ও ফেসবুকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়। এখান থেকেই আমি অনুপ্রাণিত হই। আমার তো তেমন সামর্থ্য নেই, কিন্তু যেহেতু একটি অটোরিকশা চালাই, তাই সেটার মাধ্যমেই মানুষের জন্য কিছু করতে চেয়েছি। পুরো রমজান মাস জুড়েই এ ছাড় থাকবে, ইনশাআল্লাহ।"
উলিপুর-চিলমারী পথে নিয়মিত যাত্রী জরীফ উদ্দীন বলেন, "রমজানে সাঈদুল ভাইয়ের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত। তার জন্য দোয়া ও ভালোবাসা রইল।"
চৌহমনি বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল জলিল বলেন, "রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, বরং এটি মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাঈদুল ইসলাম তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবে বলে আশা করি।"
সাঈদুল ইসলামের এই মহৎ উদ্যোগ স্থানীয়দের মন জয় করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে।