শনিবার, ২১ জুন ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
সবশেষ খবর :
ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ডিএমসিতে বৃক্ষরোপণ কর্মসূচি রাজারহাটে গাঁয়ে হলুদ না হতেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু পাচঁ বছরের ছেলে ফাহিম বাঁচতে চায়, চায় সহযোগীতা রাজারহাটে স্বপ্ন সপের ডিলারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উলিপুরে এনসিপির উলিপুর উপজেলা অফিস উদ্বোধন উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা উলিপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ কুড়িগ্রামের উলিপুরে এক সড়ক দুর্ঘনায় মৃত শিশুকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু

উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক / ১০৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ১ জুন, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামের এক সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু হয়ে‌ছে। তার হা‌তে প্রেস‌ক্রিপশন ছিল। রবিবার (১ জুন) বিকেল ৩টার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তাফিজার রহমান  উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, র‌বিবার বিকেল ৩টার দি‌কে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি উলিপুর রেলস্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁছালে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থলেই মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সেছি‌লেন। তার হা‌তে ওষু‌ধের প্রেস‌ক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।
নিহতের ছোট ভাই স্কুলশিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বড় ভাই মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এর পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে।
আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৩টার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, ‘খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।