শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
সবশেষ খবর :
ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ডিএমসিতে বৃক্ষরোপণ কর্মসূচি রাজারহাটে গাঁয়ে হলুদ না হতেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু পাচঁ বছরের ছেলে ফাহিম বাঁচতে চায়, চায় সহযোগীতা রাজারহাটে স্বপ্ন সপের ডিলারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উলিপুরে এনসিপির উলিপুর উপজেলা অফিস উদ্বোধন উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা উলিপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ কুড়িগ্রামের উলিপুরে এক সড়ক দুর্ঘনায় মৃত শিশুকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু

পুরাতনেই ভরসা আওয়ামী লীগের

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৮৫৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান  পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে পুরাতনেরই ওপর ভরসা রেখেছে আওয়ামী লীগ। উপজেলার থানাহাট, রমনা, রাণীগঞ্জ, অষ্টমীর চর ও চিলমারী এই ৫টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই ফের মনোনেয়ন পেয়েছেন।  সংগঠন সূত্রে জানাগেছে, গত শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতুবি সভায় এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। ওইদিন রাতেই আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় থানাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউনিয়নে মন্জুরুল ইসলাম মন্জু, রমনা মডেল  ইউনিয়নে আজগর আলী সরকার, অষ্টমীর চর ইউনিয়নে আবু তালেব ফকির ও চিলমারী ইউনিয়নে গয়ছল হক মন্ডল।

এ বিষয়ে উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু  বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীরা চুড়ান্ত করা হয়েছে। দলীয় প্রাথীকে বিজয়ী করতে একাত্ম হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য আসছে ৩১ জানুয়ারি চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিবার্চন অনুষ্ঠিত হবে। নয়ারহাট ইউপিতে সীমানা জটিলতায় কোর্টে মামলা থাকায় ইউনিয়নটিতে নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়নি।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।