শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সবশেষ খবর :
বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আন্তর্জাতিক শ্রমিক দিবসে উলিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: তালাবদ্ধ ঘরে পুড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম: / ১৭৪ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তালাবদ্ধ ঘরে আটকা পড়ে আইরিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

শিশু আইরিন ওই গ্রামের আলামিন হোসেনের মেয়ে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। তারা যাওয়ার আগে শিশুটিকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে যান। আগুন লাগার পর শিশুটি বাইরে বের হতে পারেনি এবং আগুনের লেলিহান শিখার মধ্যে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু দুর্গম রাস্তার কারণে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। এর আগেই আগুন বাড়ির চারটি ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, “যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। ফলে পুরো বাড়ি আগুনে পুড়ে যায় এবং একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি ঘটে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, “শিশুটির মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে তদন্ত চলছে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।