বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

অবশেষে সেই কৃষক পরিবারে ঈদের আমেজ

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪৯৩ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কুড়িগ্রামের চিলমারীতে সেই কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের শরিফেরহাট এলাকায় তার বাড়ীতে সহায়তা পৌঁছে দেন থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিনুর রহমান মুক্তা। আর্থিক সহযোগিতা পেয়ে কৃষক শফিকুলের পরিবারে আনন্দের আমেজ আসে। অন্যের জমি বর্গা নিয়ে দুই বিঘা ধান চাষ করেন, কিন্তু ধানে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় ফসল থেকে ধান পায় নি। এমতাবস্তায় স্ত্রী সন্তান নিয়ে চরম বিপাকে দিন কাটায়। সামনে ঈদ ঘরে চাল, ডাল খাবার কিছুই নেই, তাই তার ঘরে এবার ঈদের কোন আনন্দ নেই। সম্প্রতি( ২২ এপ্রিল) দৈনিক আজকের পত্রিকায় এবারে ঈদ হামার হবার নয় ,শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই শিরোনামটি দৃষ্টিগোচর হয় শিক্ষক শাহিনুর রহমান মুক্তা । শিক্ষকের নিজ উদ্যোগে তাকে ঈদ সহায়তা প্রদান করা হয়। এ সময় আজকের পত্রিকার চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক রাফি,ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।