শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

প্রতিবেদকের নাম: / ৯৩৫ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামের  উলিপুর উপজেলার ৮ নং ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ আজ বৃহঃবার (১০ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।

নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামীলীগ ধামশ্রেনী ইউনিয়ন শাখার সভাপতি সিরাজুল ইসলাম সরদার,
সাবেক চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কাইয়ুম সরকার, ডাঃ শরিয়তল্লাহ,
ইউপি সচিব মোস্তাফিজুর রহমান,হিসাব সহকারী হাসান ইমাম সোহাগ, ইউডিসি উদ্দোক্তা আনিছুর রহমান ফুয়াদ, নবনির্বাচিত চেয়ারম্যানসহ নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।
শেষে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং চেয়ারম্যান রফিকুল ইসলাম নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।